অবশেষে সব বিতর্ক-সমালোচনা-আলোচনা পেরিয়ে ফের ঘরে ফিরলেন হার্দিক। চোট সারিয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সোমবার রাতে মুম্বই ইন্ডিয়ান্স টিমের সঙ্গে যোগ দিয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের 'ঘরে ফেরার' অনুভূতি শেয়ার করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন হার্দিক?
দলে ফিরে প্র্যাকটিসে যোগ দিতেই হার্দিককে আলিঙ্গন করেন বোলিং কোচ লাসিথ মালিঙ্গা। যে মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হার্দিক লিখেছেন, 'প্রথম দিন। অনেক আবেগ, অনেক স্মৃতি। পুরানো বন্ধুদের দেখা এবং ভাল পুরানো দিনের স্মৃতিচারণ। এই দলের সঙ্গে আগামী দিনগুলির জন্য উত্তেজিত। শুরু করা যাক।'
আরও পড়ুন - মগ্ন আইপিএলের অনুশীলনে, নতুন লুকে এবার ধোনি
হার্দিক নিজের আইপিএলের কেরিয়ার শুরু করেন মুম্বই ইন্ডিয়ান্সে। চলতি মরশুমে ফের সেই দলেই ফিরে এসেছেন হার্দিক। রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে দলের অধিনায়ক করা হয়েছে।