ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) সীমিত ওভারে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। T20 ক্রিকেটে রোহিত না থাকায় অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর নিজেকে দলের মালিক ভাবছেন হার্দিক! এমনই ইঙ্গিত দিলেন তিনি নিজেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, এটা তাঁর দল। এই দলের মালিক তিনিই। ম্যাচ হারলে নিজের সিদ্ধান্ত হারবেন। জিতলেও তা নিজের সিদ্ধান্তে হবে। হার্দিক জানান, তিনি নিজের মতো সিদ্ধান্ত নেন। সেটাই তাঁর খেলার ধরন।
আরও পড়ুন: মেসির ইন্সটাগ্রাম দেখাশোনা করেন কে? গোপন তথ্য ফাঁস করলেন লিও
হার্দিকের নেতৃত্বে ছোট ফরম্যাটে বারবার সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশংসা করেছেন রাহুল দ্রাবিড়। T20 ক্রিকেটে রোহিতকে সরিয়ে তঁকেই পাকাপাকি ভাবে অধিনায়ক করার একটি গুঞ্জনও ঘুরছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি। তার আগে হার্দিকের এই মন্তব্য নিয়ে দলের অন্দরে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেটমহলের একাংশ।