স্বপ্ন, আবেগ, অশ্রু, সবই যেন এসে মিশে যায় বিশ্বকাপে। সে যে ফরম্যাটেই হোক না কেন। ফাইনালের আগে নতুন লুক। যা করতে রীতিমতো সাহস লাগে। করেছিলেন হার্দিক পান্ডিয়া। পারফর্ম না করতে পারলে, সমালোচনা ধেয়ে আসত। কিন্তু ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জাত চেনালেন। ফাইনালে নার্ভ ধরে রেখে স্লগ ওভারে অধিনায়ক রোহিতের কথা রাখলেন অলরাউন্ডার হার্দিক। ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে যাওয়ার স্মৃতি এখনও অমলিন। এবার বিশ্বজয় করে সেই যন্ত্রণা যেন বার্বাডোজের সমুদ্রতটে ভাসিয়ে দিলেন হার্দিক।
বিশ্বকাপের জয়ের পর আর আবেগ চেপে রাখতে পারলেন না। চোখে মুখে হাত বুলিয়ে বলে ফেললেন, "এই মুহূর্ত! কিছু হিসেব সত্যিই মিলছিল না। এটাই তো দেশ চাইছিল। ছয় মাসের মধ্যে আমি কোনও শব্দ খরচ করিনি। জানতাম, একদিন ঠিক ফিরে আসব। এই সুযোগ সত্যি আমার কাছে স্পেশাল। সব সময় বিশ্বাস করেছি, শান্ত থাকো, আর অন্যকে চাপ দাও।"
ওই রুদ্ধশ্বাস শেষ ওভারে যা খুশি হতে পারত। আইপিএলে যে রোহিত শর্মার সঙ্গে অধিনায়কত্ব নিয়ে যুদ্ধ, সেই মানুষই হার্দিকের হাতে বল তুলে দিলেন। দেশের জার্সিতে কথা রাখলেন হার্দিক। তাঁর মতে, "শেষ ওভারে আমি জানতাম, আমাকে কী করতে হবে। হঠাৎ আমার রানার আপ স্পিড বেড়ে যায়। আমি চাপ ভালবাসি। চাপে পারফর্ম করতে পছন্দ করি।"