মুম্বই ইন্ডিয়ান্সে একজন সুপারস্টার। তিনি রোহিত শর্মা। এবার অকপট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গত শুক্রবারই সরকারি ভাবে রোহিতকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে মুম্বই। এই সিদ্ধান্তে এখন ঝড় বইছে। দলের মধ্যেও আড়াআড়ি ভাগ হয়েছে বলে দাবি। ইতিমধ্যেই বুমরা-সূর্যর মতো সিনিয়ররা, নিজেদের উষ্মা প্রকাশ করেছেন।
তারমধ্যেই নিজেদের এক্স হ্যান্ডেলে ভক্তদের বার্তা দিতে ময়দানে নেমেছেন হার্দিক। সময়ের বদলকে স্বাগত জানিয়ে অধিনায়ক জানিয়েছেন, মুম্বই সুপারস্টারদের দল। আর এই দল তৈরি করেছেন হিটম্যান নিজে। তাঁর তৈরি ভিতেই কাজ করতে হবে। তৈরি করতে হবে এই প্রজন্মের সুপারস্টারদের।
উল্লেখ্য রোহিতের নেতৃত্বে দু বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন হার্দিক। মঙ্গলবার দুবাইয়ে হতে চলেছে মিনি নিলাম। তার আগে হার্দিকের এই বার্তাকে তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছেন মুম্বই ক্রিকেটের প্রাক্তনরা। তাঁদের মতে, রোহিতকে সরানো নিয়ে যে এমন প্রতিক্রিয়া হতে পারে, সেটা হয়তো আঁচ করতে পারেননি মুম্বইয়ে কর্তারা।