রবিবার T20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। এই ম্যাচ, সাধারণ ম্যাচ নয়। বিশ্বকাপের অন্যতম সম্মান ও মর্যাদার লড়াই। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন হার্দিক পান্ডিয়া। বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে হার্দিকের কাছে স্পেশাল পারফরম্যান্স চান ভক্তরা। অলরাউন্ড পারফরম্যান্সে আবদার মেটাতে চাইছেন হার্দিক।
২০২২ T20 বিশ্বকাপে দুবাইয়ে বিরাট কোহলির কামব্যাক ম্যাচ। কিন্তু সেই ম্যাচে হার্দিকের ভূমিকা ভুলে যাওয়ার মতো নয়। রবিবার ম্যাচের আগে সেই কথাই মনে করিয়ে দিলেন হার্দিক নিজেই। তিনি বলেন, "বড় ম্যাচে খেলতে নামার সব সময়ই উত্তেজনার। এই ধরনের ম্যাচে এক্সট্রা স্পেশাল কিছু দিয়ে থাকি। গত কয়েকটা ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে আমি ভাল খেলেছি। আমি ভাগ্যবান।"
এই প্রথম আমেরিকার মাটিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। স্নায়ুর চাপ কাটানো নিয়ে হার্দিক জানান, "নিজেকে শান্ত রাখতে হবে। ঐতিহাসিক ম্যাচ হবে। ভারত-পাক ম্যাচ সব সময়ই উত্তেজনার। অনেক আবেগ, অনেক কিছু থাকে। শৃঙ্খলার সঙ্গে ম্যাচ খেলতে হবে।"