২২ মার্চ থেকে শুরু আইপিএল। কোচ মার্ক বাউচারের সঙ্গে ড্রেসিংরুমে পুজো শুরু করলেন নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলবদলের পর প্রথম মুম্বইয়ের জার্সিতে দেখা গেল হার্দিক পান্ডিয়াকে।
সোমবার মুম্বই ইন্ডিয়ান্স একটি ভিডিয়ো পোস্ট করে। সেই ভিডিয়োতে দেখা যায় হার্দিককে। সঙ্গে ছিল দুটি কিট ব্যাগ। ঢুকেই সবাইকে জড়িয়ে ধরেন তিনি। এরপরই সাজঘরের এক কোনে আসন পেতে একটি ফটো বসানো হয়। হার্দিক প্রদীপ জ্বালান। হাত জোড় করে নমস্কার করেন। অন্যদিকে কোচ মার্ক বাউচার, নারকেল ফাটিয়ে পুজো শুরু করেন।
এর আগে ড্রেসিংরুমে মন্দির বানিয়ে পুজো করতে দেখা যায়নি কোনও ক্রিকেটারকে। ভিডিয়োর ক্যাপশানে মুম্বই ইন্ডিয়ান্স লেখে, 'এবার শুরু করা যাক।'