T20 সিরিজ শেষ হওয়ার পর শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। বৃষ্টি মাথায় নিয়েই প্র্যাকটিসে নেমেছিলেন তাঁরা। গম্ভীরের কথায় ছুটি বাতিল করে সিরিজে ফিরতে রাজি হন বিরাট ও রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ওয়ানডে সিরিজ অনেকটাই গুরুত্বপূর্ণ। এদিন প্র্যাকটিস সেশনে কেকেআরের বোলার হর্ষিত রানার সঙ্গে কথা বলতে দেখা যায় বিরাট কোহলিকে।
মঙ্গলবার অনুশীলনের আগে বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর অনুশীলন করেন বিরাট রোহিতরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের পূর্ণ শক্তিকে পরখ করে নিতে চাইছেন গম্ভীর। এদিকে শ্রীলঙ্কা সিরিজে প্রথম একাদশে সুযোগ না পেলেও দলে ডাক পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বোলার হর্ষিত রানা। তাঁর কাছেও এই সিরিজ গুরুত্বপূর্ণ। একবার সুযোগ পেলে দেশের জার্সিতে খেলতে তৈরি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ আলাদা। তার আগে বিরাট কোহলির থেকে পরামর্শ পেলেন কেকেআর তারকা বোলার। নেট সেশনের মাঝে বিরাটের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন হর্ষিত রানা।
ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামেননি বিরাট-রোহিতরা। গম্ভীরের প্রশিক্ষণে প্রথম নামবেন বিরাট ও রোহিত। এই তিন জুটির ম্যাজিক ওয়ানডে ক্রিকেটে কাজ করে, তার অপেক্ষায় দেশ। প্রথম প্র্যাকটিস সেশন থেকেই ওয়ানডে সিরিজের জন্য প্রত্যেক ক্রিকেটারকে তৈরি করতে চান কোচ গৌতম গম্ভীর।