তিনি দক্ষিণ আফ্রিকা যেতে পারবেন কীনা, তা এখনও স্পষ্ট নয়। অর্জুন হিসাবে তাঁর নাম ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পাঠিয়েছে বিসিসিআই। তার মধ্যেই এবার বিশ্বকাপে তাঁর সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামি। বুধবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই ব্যাপারে যে বিতর্ক তৈরি হয়েছে তা বন্ধ হওয়া দরকার।
বিতর্ক কোথায় ? ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর পাকিস্তান থেকে একাংশ দাবি করেন, ভারতীয় মুসলিম বলেই মাঠের মধ্যে সজদা করতে পারেননি শামি। এবার তাঁদের উত্তর ফিরিয়ে দিলেন ভারতীয় স্পিডস্টার। শামি জানিয়েছেন, তিনি গর্বিত, তিনি একজন ভারতীয় মুসলিম।
এরআগেও তিনি বহুবার পাঁচ উইকেট নিয়েছেন। এই প্রসঙ্গে শামি জানিয়েছেন, নিজের ধর্ম সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন। অন্য কেউ এসে তাঁর ধর্ম শেখাতে পারবেন না। তাই এই বিতর্কের এখানেই শেষ হওয়া উচিত বলে মনে করেন ভারতীয় ক্রিকেটার।