সোমবার সাতপাকে বাঁধা পরতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল (Arun Lal) ও বুলবুল সাহা (Bulbul Saha)। শহরের একটি অভিজাত হোটেলে এই রিসেপশনের আয়োজন করা হয়েছে। ৬৬ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অরুণ লাল। জানেন কী, প্রাক্তন ক্রিকেটারের বিয়ের মেনুতে (Wedding Menu) কী থাকছে।
পেশায় স্কুলশিক্ষিকা বুলবুল সাহা। গত ৬ বছর শিয়ালদহের একটি বেসরকারি স্কুলে পড়াচ্ছেন তিনি। তার আগে প্রায় সাড়ে আট বছর অন্য স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন বুলবুল। তাঁর বর্তমান বয়স ৩৭। সম্প্রতি তাঁদের গায়ে-হলুদের অনুষ্ঠান হয়েছে। সোমবার রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান হবে। জানা গিয়েছে,সৌরভ গঙ্গোপাধ্যায় বুলবুলের পারিবারিক বন্ধু। তাই বিয়েতে আসতে পারেন তিনিও।
বিয়ের আমন্ত্রিতদের জন্য থাকছে এলাহি ভোজের ব্যবস্থা। সূত্রের খবর, অরুণ লালের বিয়ের মেনুতে থাকছে চিংড়ি মাছের মালাইকারি, ফিস ফ্রাই, মাটন কষা, ছানার প্রিপারেশন, আম দই।
আরও পড়ুন: সোমবার সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের মুখোমুখি বাংলা, ট্রফি জয়ই লক্ষ্য টিমের
১৯৮৯-৯০ সালে রঞ্জি দলে বাংলা টিমের সদস্য ছিলেন অরুণ লাল। তাঁর মাটি কামড়ে পড়ে থাকার সেই ইনিংস আজও ময়দানে রূপকথার মতো। মারণরোগ ক্যানসার থাবা বসিয়েছিল শরীরে। কিন্তু সেই লড়াই থেকেও ফিরে এসেছেন তিনি। এক বন্ধুর মাধ্যমেই বুলবুলের সঙ্গে কলকাতায় আলাপ হয় অরুণ লালের। অবশেষে ৬৬ বছর বয়সে চার হাত এক হতে চলেছে অরুণ লাল ও বুলবুলের।