চাপ যাঁর, ম্যাচ তাঁর। এশিয়া কাপের আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উপলব্ধি ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। শনিবার ক্যান্ডিতে টুর্নামেন্টের মহারণ। তার আগে হার্দিক জানিয়েছেন, ভারত-পাক ম্যাচ মানেই আবেগ। যে দল এই আবেগকে জয় করতে পারবে, সেই দলই ম্যাচ জিততে পারবে।
গত এশিয়া কাপে এই পাকিস্তানের কাছে হেরেই বিদায় নিয়েছিল রোহিত শর্মার ভারত। যদিও গ্রুপের ম্যাচে হার্দিকের পারফরমেন্সে ভারত জিতেছিল পাঁচ উইকেটে। ২০ ওভারের সেই ফরম্যাটে ব্যাটে-বল সফল ছিলেন বর্তমানে ভারতের সহ-অধিনায়ক।
যদিও শনিবার এই ম্যাচ হবে কীনা, তা নিয়ে এখন থেকেই সংশয় তৈরি হয়েছে। পূর্বাভাসে দাবি করা হয়েছে, ওই দিন ক্যান্ডিতে প্রায় ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে গ্রুপের ম্যাচ না খেলেই সুপার ফোরে উঠে যাবে পাকিস্তান।