আইপিএলের কোয়ালিফায়ার ম্যাচের আসর বসছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। রবিবার রাত থেকেই আহমেদাবাদে জড়ো হয়েছেন দুই দলের সমর্থকরা। যদি আচমকা বৃষ্টিতে ম্যাচ বাতিল হয়, বা ওভার কমে যায়, তা হলে কী হবে! কী বলছে আইপিএলের নিয়ম?
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দিনভর থাকবে তাপপ্রবাহ। রাতে তাপমাত্রা নামবে। নির্ধারিত সময়ই ম্যাচ শেষ হয়ে যেতে পারে। এই ম্যাচে জয়ী টিম সরাসরি ফাইনালে যাবে। তাই এই ম্যাচের ফয়সলা অত্যন্ত জরুরি। নির্ধারিত সময় খেলা শুরু না হলে প্রথমে ওভার কমিয়ে খেলা শুরু করার চেষ্টা করবেন ম্যাচ অফিসিয়ালসরা।
তাও যদি সম্ভব না হয়, সুপার ওভারে খেলার নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। বৃষ্টিতে সেটাও করা না গেলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা টিমই ফাইনালে যাবে। সেক্ষেত্রে না খেলেই ফাইনালে উঠে যেতে পারেন শ্রেয়স আইয়াররা।