এশিয়া কাপে (Asia Cup) ভারত বনাম হংকংয়ের ম্যাচ শেষ হতেই গ্যালারিতে উপস্থিত প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন এক ক্রিকেটার। সেই ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়।
শক্তিশালী ভারতের কাছে এশিয়া কাপের ম্যাচে ৫ উইকেটে হারতে হয়েছে হংকংকে। ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন হংকংয়ের ক্রিকেটার কিঞ্চিৎ শাহের প্রেমিকা। ম্যাচে খুব একটা খারাপ খেলেননি কিঞ্চিৎ (Kinchit Shah)। ব্যাট হাতে করেন ৩০ রান। আউট হন ভুবনেশ্বর কুমারের বলে। ম্যাচ শেষ হতেই টিমের জার্সি পরই উপস্থিত হন প্রেমিকার সামনে। সাদা টুপি ও সাদা পোশাক পরিহিত ওই যুবতীর সামনে হাঁটু গেড়ে বসে জানালেন মনের কথা। আঙুলে পরিয়ে দিলেন আংটি। প্রেমিকাও অবশ্য 'হ্যাঁ' বলতে সময় নেননি।
Mamata Banerjee: 'ধর্ম যার যার, উৎসব সবার', পুজোর ধন্যবাদ মিছিলে শহরে ব্যাপক যানজটের আশঙ্কা
২০২১ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের তারকা দীপক চহার এভাবেই প্রেম নিবেদন করেছিলেন তাঁর তৎকালীন প্রেমিকা ও বর্তমান স্ত্রী জয়া ভরদ্বাজকে। এবার সেই কাজ করে তাক লাগালেন হংকংয়ের কিঞ্চিৎ।
মাঠে অবশ্য বিশেষ সুবিধা করতে পারেনি হংকং। শক্তিশালী ভারতের বিরুদ্ধে লড়াই করেও অঘটনা ঘটাতে পারেননি কিঞ্চিৎরা। ৪০ রানে হারতে হয় তাঁদের।