কাঁধে জাতীয় পতাকা। গলায় পদক। হাতে T20 বিশ্বকাপ ট্রফি। আর ফ্রেমে একসঙ্গে বিরাট কোহলি ও রোহিত শর্মা। শনিবার এই একটি আইকনিক ছবি ক্রিকেটবিশ্বে ট্রেন্ডিং। কিন্তু এই ছবি তোলার পরামর্শ কে দিয়েছিলেন। কীভাবে ফ্রেমবন্দি হল ভারতীয় ক্রিকেটের এই ঐতিহাসিক মুহূর্ত। সেই মুহূর্তের কথা নিজেই বললেন বিরাট কোহলি।
স্টার স্পোর্টসের সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন,শুধু তাঁর জন্য় না, বিশ্বকাপ জয় রোহিতের জন্য স্পেশাল মুহূর্ত ছিল। ওর পরিবার ছিল মাঠে। কাঁধে ওর মেয়ে সামাইরা ছিল। বিরাট জানান, তাঁর মনে হয়েছে ভিক্ট্রি ল্যাপের সময় রোহিত নিজেকে গুটিয়ে রেখেছিলেন। সাক্ষাৎকারে বিরাট জানান, তিনিই দুটো মিনিট ট্রফি নিয়ে রোহিতকে দাঁড়াতে বলেছিলেন। এই সফর অনেকটাই দীর্ঘ ছিল, জানিয়েছেন বিরাট।
বিশ্বকাপ জয়ের দিনই অবসর নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই। এরপরই তাঁদের একই ফ্রেমের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আইসিসি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লেখে, "দ্য় ডায়নামিক ডুয়ো"।