আইপিএলের (IPL) যুদ্ধে জস বাটলারকে (Jos Buttler) 'মানকড় আউট' করেছিলেন রবিচন্দ্রান অশ্বিন (Ravichandran Ashwin)। তা নিয়ে বিতর্ক কম হয়নি৷ বহু প্রাক্তন ক্রিকেটার এই কাজকে 'অনৈতিক' বলেছিলেন৷ কিন্তু আর সে-কথা বলার সুযোগ থাকছে না। মানকড় আউটকে (Mankading) বৈধতা দিয়ে দিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (Marylebone Cricket Club)। এর বাইরেও একাধিক বদল আনা হচ্ছে ক্রিকেট আইনে।
বলে থুতু ব্যবহারের ক্ষেত্রে পাকাপাকি নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বল পালিশের জন্য থুতু ব্যবহার করা হলে তাকে বল বিকৃতির মতো সিরিয়াস অভিযোগ বলেই ধরা হবে। একইসঙ্গে বলা হয়েছে, ফিল্ডাররা মিষ্টি জাতীয় কিছু খেতে পারবেন না। যাতে থুতুর বিকল্প হিসাবে বল পালিশ করতে তাঁরা কিছু ব্যবহার করতে না পারেন, তাই এই ব্যবস্থা।
আরও পড়ুন:
বদলে যাওয়া নিয়মগুলির মধ্যে অন্যতম হল ক্যাচ-আউটের সময় দুই ব্যাটসম্যানের প্রান্ত বদলের বিষয়টি। এতদিন ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটসম্যান পরস্পরকে ক্রস করলে নতুন ব্যাটসম্যান নন-স্ট্রাইকার প্রান্তে এসে দাঁড়াতেন। তবে এবার থেকে সেই নিয়ম উঠে যাচ্ছে।
নতুন নিয়মে কোনও ব্যাটসম্যান ক্যাচ আউট হলে নতুন ব্যাটারকে সরাসরি এসে স্ট্রাইক নিতে হবে। ক্রস করার বিষয়টি আর প্রযোজ্য থাকছে না। একমাত্র ওভারের শেষ বলে ব্যাটসম্যান ক্যাচ আউট হলে স্বাভাবিকভাবে যেমন বোলিং প্রান্ত বদল হয়, সেক্ষেত্রে নতুন ব্যাটসম্যান নন-স্ট্রাইকার প্রান্ত থেকে নিজের ইনিংস শুরু করবেন।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মে শিলমোহর পড়ল, তা হল, ‘মানকড় আউট’কে আর অনৈতিক বলা যাবে না। নন-স্ট্রাইক এন্ডে বোলার বল ডেলিভারি করার আগে যদি ব্যাটার বেরিয়ে যান, বোলার অনেক সময় তাঁকে রান আউট করেন। অনেকেই এই মানকড় আউটকে অনৈতিক বলেন। এবার সেই আউটকে কার্যত বৈধতা দিয়ে দিল এমসিসি।