ভারতীয় ক্রিকেটার তন্ময় আগারওয়ালের ব্যাটে বিশ্ব রেকর্ড। রণজি ট্রফির ম্যাচে ১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি করে এই রেকর্ড তৈরি করলেন হায়দরাবাদের এই ব্যাটার। শুক্রবার রণজি ট্রফির ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এই রেকর্ড তৈরি হল। আইপিএলে সাইরাজার্সের হয়ে খেলেন তন্ময়। দিনের শেষে তিনি অপরাজিত ১৬০ বলে ৩২৩ রান করে।
মাত্র ২৮ বলে ২০০ থেকে ৩০০ রান করে বাঁ-হাতি এই ব্যাটার। তাঁর ইনিংস সাজানো ছিল ২১টি ওভার বাউন্ডারি এবং ৩৩টি বাউন্ডারি দিয়ে। তাঁর এই বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে প্রথম দিনের শেষে হায়দরাবাদের স্কোর এক উইকেট ৫২৯ রান। যা-ও এক রেকর্ড।
প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন দ্রুততম ৩০০ ছিল মার্কোস মারিয়াসের। ১৯১ বলে এই রান করেছিলেন তিনি। এদিন তন্ময়ের ব্যাটে সেই রেকর্ড তো ভাঙল। সেই সঙ্গে ভেঙে গেল একদিনে বীরেন্দ্র সেওয়াগে ২৮৪ রান করার রেকর্ড। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রান ছিল বীরুর। শনিবার দ্বিতীয় দিন। প্রথম দিনের মেজাজে তন্ময় ব্যাট করলে ভেঙে যেতে পারে লারার ৫০১ রানও।