শুক্রবার থেকে রাঁচিতে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। রাঁচির পিচ দেখে খুশি নন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস।
রাঁচির পিচ এমনিতেই স্লো উইকেট। ভারত-ইংল্যান্ড টেস্টেও তেমনই উইকেট হওয়ার সম্ভাবনা। ম্যাচের আগের দিন বেন স্টোকস জানালেন, "আমি আগে এরকম ধরনের পিচ দেখিনি। এই পিচে কী হবে, ধারণা নেই। পিচের দুটি এন্ডের চরিত্র আলাদা।"
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস মনে করছেন, এই ধরনের পিচে স্পিনাররাই আধিপত্য দেখাবে। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বেন স্টোকস জানিয়েছেন, ড্রেসিংরুম থেকে পিচ সবুজ মনে হয়েছিল। কিন্তু কাছে গেলে কালো মাটির উইকেট। পিচে কয়েকজায়গায় ফাটল আছে বলেও জানিয়েছেন বেন স্টোকস।