আইপিএল শেষ হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ । ভারতের প্রথম ম্যাচ ৫ জুন । সেক্ষেত্রে হাতে বেশি সময় পাবেন না রোহিতরা । সেক্ষেত্রে, একটি মাত্র ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবে ভারত, এমনটাই মনে করা হচ্ছিল । আইসিসি-র তরফে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করতেই সবটা স্পষ্ট হয়ে গেল । সূচি অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে খেলেই টি২০-এর প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া ।
বৃহস্পতিবার, আইসিসি জানিয়েছে, প্রস্তুতি ম্যাচগুলি ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ত্রিনিদাদ ও টোবাগোতে । দক্ষিণ আফ্রিকা সহ মোট ১৭ টি দল প্রস্তুতি ম্যাচ খেলবে । প্রায় প্রত্যেক দলই দু'টি করে ম্যাচ খেলবে । ভারত শুধুমাত্র একটি ম্যাচই খেলবে বাংলাদেশের বিরুদ্ধে । ওই ম্যাচ রয়েছে ১ জুন । কী কারণে একটি প্রস্তুতি ম্যাচ রাখা হল, তা জানা যায়নি । ক্লান্তিই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে ।
জানা গিয়েছে, ১৬ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম, ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম,ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল এবং টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি ।