ঘরের মাঠে তিনটি এবং বিদেশে মাঠে তিনটি সিরিজ খেলতে হবে। ২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করল আইসিসি। দুবার ফাইনালে উঠেও হারতে হয়েছে। এবার লড়াই আরও কঠিন টিম ইন্ডিয়ার।
২০২১ সালে টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠেও জিততে পারেনি টিম ইন্ডিয়া। সেবার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। এবার অস্ট্রেলিয়ার কাছে বিদায় ভারতের। আগামী চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে বাংলাদেশ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে খেলার সুযোগ পাবে ভারত। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলতে যেতে হবে ভারতকে। এবার পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে হবে না ভারতকে।