প্রতিবারই বিশ্বকাপে কত প্রাইজ মানি থাকে তা জানতে কৌতূহল থাকে ক্রিকেট প্রেমীদের। সেকারণে বিশ্বকাপ ফাইনালে বিজয়ী, রানার্স আপ, পরাজিত সেমি ফাইনালিস্ট এবং বাকি দলগুলির জন্য পুরস্কার মূল্য কত রয়েছে তা প্রকাশ করল ICC।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী রবিবার ফাইনাল ম্যাচ খেলবে ভারত। ফাইনালে যে দল জিতবে সেই দল ৪ মিলিয়ন মার্কিন ডলার পাবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৩ কোটি টাকারও বেশি। এবং রানার্স আপ দল পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার। যা প্রায় ১৬ কোটি টাকারও বেশি। পাশাপাশি সেমিফাইনালে যে দলগুলি হেরে গিয়েছে তাদের প্রত্যেককে দেওয়া হবে প্রায় ৬ কোটি ৬৫ লাখ টাকা।
সেমি ফাইনালিস্ট এবং ফাইনালিস্ট দলগুলির পাশাপাশি গ্রুপ স্টেজ এবং পোস্ট গ্রুপ স্টেজে যে সব দলগুলি খেলেছে তাদের জন্যও আর্থিক পুরস্কার করেছে ICC। গ্রুপ স্টেজেরে জন্য ২৩৩ লাখ এবং পোস্ট গ্রুপ স্টেজের জন্য ৮৩ লাখ টাকা করে দেওয়া হবে।
পুরো বিশ্বকাপজুড়ে ICC যে পুরস্কার রেখে তার আর্থিক মূল্য সর্বমোট প্রায় ১০ মিলিয়ন মার্কন ডলার। ভারতীয় অঙ্কে যা প্রায় ৮৩ কোটিরও বেশি। তবে এই পুরস্কার শুধু পুরুষদের বিশ্বকাপে দেওয়া হয় না। ICC আগেই জানিয়ছিল, মহিলাদের বিশ্বকাপেও সমমূল্যের পুরস্কার রাখা হবে।
অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হয়ে আগামী ১৯ নভেম্বর শেষ হবে ক্রিকেট বিশ্বকাপ। ১০টি স্টেডিয়ামে প্রায় ৪৮টি ম্যাচ খেলা হয়েছে। বিশ্বকাপের আগেও দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল তারা।