২০১১ সালে শেষবার আইসিসি ট্রফি। ১৩ বছর কোনও ট্রফি নেই। ওয়েস্ট ইন্ডিজে T20 বিশ্বকাপ জেতার আশায় রোহিত গেড। বার্বাডোজে এই মেগা লড়াইয়ে বাদ সাধতে পারে বৃষ্টি। স্থানীয় আবহাওয়া রিপোর্ট বলছে, ফাইনাল শুরুর আগে থেকেই দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আছে। যদি গোটা ম্যাচে বৃষ্টি হয়, তা হলে চ্যাম্পিয়ন হবে কোন দল! আইসিসি- নিয়ম কী বলছে!
T20 বিশ্বকাপে ফাইনালে টসও একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এবার বিশ্বকাপ জুড়েই থাবা বসিয়েছে বৃষ্টি। নকআউটের ম্যাচেও বৃষ্টি হয়েছে। তাই বৃষ্টির কথা মাথায় রেখেই টস করা উচিত রোহিতদের। তবে টানা বৃষ্টিতে ম্যাচ শুরু করা না গেলে কী হবে! আইসিসির নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৩ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করা হবে। তবে ফলাফলের জন্য কমপক্ষে ১০ ওভার দুই টিমকে ব্যাট করতেই হবে।
যদি খেলাই না হয়, রবিবার রিজার্ভ ডে রাখা হয়েছে। সেদিন ফাইনালের আসর বসবে। আইসিসির নিয়ম বলছে, রবিবারও বৃষ্টি হলে, দুই দলকে যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।