পাঞ্জাব বধ করে আইপিএলের (Ipl 2022) সুপার সানডে-তে লখনউয়ের (Lucknow Super Gaints) টার্গের এবার দিল্লি জয়। প্রথম লেগে ঋষভ পন্থের (Rishabh Panth) দিল্লিকে (Delhi Capitals) জয় উইকেটে হারিয়েছিল কে এল রাহুলের (K L Rahul) লখনউ। এবারও সেই ধারাই বজায় রাখতে চান হোল্ডার, স্টয়নিসরা।
আর্বিভাবেই চমকে দিচ্ছে লখনউ। পাঞ্জাবের বিরুদ্ধে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মহসিন খানকে (Mohasin Khan) নামিয়ে চমকে দিয়েছেন গৌতম গম্ভীররা (Goutam Gambir)। প্রথম ম্যাচেই গতিতে পাঞ্জাব ব্যাটারদের কোণঠাসা করেছেন মহসিন। প্রায় তিন বছর মুম্বইয়ের রিজার্ভ বেঞ্চে বসেছিলেন এই যুবক। 'গুরু' জাহির খানের (Zahir Khan) থেকে বোলিংয়ের পাঠ নিয়ে এবার লখনউয়ের জার্সি গায়ে তুলেছেন। মহসিন ছাড়াও এই আইপিএলে সুপার জায়েন্টসদের বোলিং অ্যাটক অন্য দলের কাছে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১৫৬ রানের মতো স্কোর করেও প্রতিপক্ষকে হেলায় রুখে দিচ্ছে কে এল রাহুলের দল। শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোনই, ক্রুণাল পান্ডিয়ারা আস্থা দিচ্ছেন অধিনায়ককে। তবে দিল্লি ম্যাচের আগে দলের ব্যাটিং লাইন-আপকে একটু মেরামতি করতে চান লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। রাহুল-ডিকক ভাল শুরু করলে বড় রান আসছে। কিন্তু দুই ওপেনার ব্যর্থ হলেই মিডল অর্ডার চাপে পড়ে যাচ্ছে। বিশেষ করে দলের দুই অলরাউন্ডার জেসন হোল্ডার এবং মার্কস স্টয়নিসের ব্যাটে এখনও তেমন রান নেই। যা ভাবাচ্ছে লখনউয়ের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে।
উল্টো দিকে কলকাতাকে হারিয়ে বিশ্রাম পেয়েছে দিল্লি। বিতর্ক কাটিয়ে মাঠে ফিরে জয় পেয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ। করোনা সারিয়ে মাঠে ফিরছেন কোচ রিকি পন্টিং এবং দলের অন্যতম গ্ল্যামার মিচেল মার্শ। কলকাতার বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেননি মার্শ। দিল্লির মিডল অর্ডার তেমন দানা বাঁধছে না। তৎকালীন মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় যে ভাবে দিল্লিকে এক সূত্রে তৈরি করেছিলেন, সেই ছবি এবার দেখা যাচ্ছে না।
তবে যাইহোক তিন বনাম ছয়ের লড়াই দেখার জন্য রবিবার আইপিএলে আগ্রহ থাকবে। কারণ, প্লে-অফে যেতে হলে দিল্লিকে জিততে হবে। আর লখনউয়ের লক্ষ্য শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্যায় শেষ করা।