আশঙ্কাই সত্যি হল। ধর্মশালা থেকে সরল ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। বোর্ড সূত্রে জানানো হয়েছে, দু'দেশের এই ম্যাচ হবে মধ্য প্রদেশের ইনদৌড়ে। রবিবারই ধর্মশালার মাঠ ঘুরে দেখেন বোর্ডের প্রতিনিধিরা। সংস্কারের জেরে ওই মাঠে ম্যাচ সম্ভব নয় বলেই জানিয়েছে বোর্ড।
আরও পড়ুন- নাগপুরে ভরাডুবি, তড়িঘড়ি নতুন অফস্পিনারকে অস্ট্রেলিয়া থেকে আনার সিদ্ধান্ত কামিন্সদের
গত শনিবারই ধর্মশালায় তৃতীয় টেস্ট নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। সামনে আইপিএল সেই কারণেই নতুন করে সাজছিল হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ। তার জেরেই কার্যত ধাক্কা খায় টেস্ট ম্যাচের প্রস্তুতি। গ্রাউন্ডস ম্যান থেকে কিউরেটর তাঁদের পক্ষ থেকে জানানো হয় তিন সপ্তাহের মধ্যে এই মাঠে টেস্ট ক্রিকেট সম্ভব নয়।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালের নিজের মাঠে টেস্ট ম্যাচ হবে না তা জেনেই হিমাচলে দ্রুত লোক পাঠায় বিসিসিআই। রবিবার মাঠ ঘুরে বোর্ডের প্রতিনিধিরা ধর্মশালা থেকে ম্যাচ সরাতে সুপারিশ করেন। ফলে, ১ মার্চ থেকে ভারত অস্ট্রেলিয়া টেস্ট হবে ইন্দৌরের হোলকার স্টেডিয়ামে।