দিল্লিতে নিজের শততম টেস্টে ( Border Gavaskar trophy) খেললেন চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara )। তাঁর ব্যাট থেকেই দ্বিতীয় ইনিংসে জয় পেয়েছে ভারত। ম্যাচের পরেই একটি বিশেষ উপহার পেলেন পুজারা। তাও আবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার থেকে।
রবিবার ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে হারানোর পর পুজারাকে ১০০ তম টেস্ট ম্যাচ পুরো করার জন্য অস্ত্রেলিয়ার প্যাট কামিন্স (Pat Cummins) তাঁর সই করা জার্সি উপহার দেন। জার্সিটিতে কামিন্স ছাড়াও গোটা অস্ট্রেলিয়া দলের স্বাক্ষর রয়েছে। যাতে লেখা রয়েছে 'দুর্দান্ত লড়াইয়ের জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন - উইকেট হারিয়েও দিল্লিতে দ্বিতীয় টেস্ট জয়ের কাছে ভারত
অন্যদিকে, ম্যাচ চলাকালীনই কলকাতা থেকেও নিজের ১০০ তম টেস্টের জন্য উপহার পেয়েছেন চেতেশ্বর পুজারা। তাঁর রাজ্য দলের সতীর্থ জয়দেব উনাদকাট তাঁকে এই উপহার দিয়েছেন। রবিবার ইডেন গার্ডেন্সে বাংলাকে হারিয়ে রঞ্জি ট্রফি জিতেছে সৌরাষ্ট্র। ম্যাচের পর ওই ট্রফি পুজারাকে উৎসর্গ করলেন উনাদকাট।