ফাইনালের পরেই শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। দুই দল ইতিমইধ্যেই পৌঁছে গিয়েছে দক্ষিণের তিরুবনন্তপুরমে। কিন্তু দ্বিতীয় ম্যাচটা করা সম্ভব কীনা তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। কারণ আকাশের অবস্থা ভাল না। এদিকে স্টেডিয়ামেও জল থই থই করছে।
এদিকে হাওয়া অফিস সূত্রে খবর , রবিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আবহাওয়া একই থাকে সেক্ষেত্রে, ম্যাচ হওয়া সম্ভব না। আর ম্যাচ না হলে দুই দলের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে নম্বর। যদিও ম্যাচের আগে শনিবার অনুশীলন করেছে সূর্যকুমারের টিম।