হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন । অলি পোপের দুরন্ত ইনিংসের সাক্ষ্মী থাকল নিজামের শহর । কিন্তু, একটুর জন্য দ্বিশতরান হাতছাড়া হয়ে গেল পোপের । ১৯৬ রানে আউট হয়ে যান ব্যাটার । চতুর্থ দিনে ৪২০ রানে শেষ করে ইংল্যান্ড । ভারতকে ২৩১ রানের টার্গেট দিলেন স্টোকসরা ।
ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৪৬ রানে । পরিবর্তে নেমে ভারত ১৯০ রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে । অলি পোপের সাহায্যে যা সহজেই পার করে ফেলে ইংল্যান্ড । টেস্টের তৃতীয় দিনের দুরন্ত কামব্যাক করেন স্টোকসরা । চতুর্থ দিনে ৪০০-র গণ্ডি পেরিয়ে যায় ইংল্যান্ড । ভারতকে বড় রানের টার্গেট দিতে সফল হন তাঁরা ।
২০০ রান পূরণ করতে পারেননি পোপ । তবে, দলকে যথাযথ জায়গায় পৌঁছে দিতে সক্ষম হন তিনি । বুমরা নেন ৪ উইকেট, তিন উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন, ২টি উইকেট নেন জাদেজা আর একটি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল ।