দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে মেয়েদের T20 বিশ্বকাপ (Women's T20 World Cup)। দল ঘোষণা করল বিসিসিআই। বিশ্বকাপে দলে ফিরলেন পেসার শিখা পান্ডে। অধিনায়ক হরমনপ্রীত কাউর। দলে আছেন স্মৃতি মান্ধানাও।
বিশ্বকাপে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার পূজা বস্ত্রকার। তবে তাঁর ফিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবে দল। সাবিনেনি মেঘনা ও স্নেহ রানা ও মেঘনা সিংকেও রিজার্ভে রেখেছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ায় দারুণ পারফরম্যান্স করে বিশ্বকাপ টিমে এসেছেন দেবিকা বৈদ্য ও অঞ্জলি সর্বানি।
আরও পড়ুন: হুগো বুমো ও পেত্রাতোসের গোল, এফসি গোয়াকে ঘরের মাঠে হারাল সবুজ-মেরুন
১০ ফেব্রুয়ারি থেকে মেয়েদের বিশ্বকাপ। তার আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলবেন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউররা।