ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এখনও ২ মাস বাকি। কিন্তু টিকিট বিক্রি হতেই অবাক ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। গতবারের থেকে এবার টিকিটের চাহিদা সাড়ে পাঁচগুণ বেশি। সোমবার থেকেই টিকিট বিক্রি শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কোভিডের জন্য ২০২০-২১ মরশুমে বর্ডার-গাভাসকর ট্রফিতে এক লক্ষের বেশি আসনে মেলবোর্ন স্টেডিয়ামে দর্শকসংখ্যা হয় মাত্র ৩০ হাজার ক্রিকেটপ্রেমী। তাই সেবারের টিকিট বিক্রি হিসাবকে ধরছেন না, আয়োজকরা। ২০১৮-১৯ বর্ডার গাভাসকর সিরিজের সঙ্গে তুলনা করছেন আয়োজকরা। এই মরশুমে বক্সিং ডে টেস্টের প্রথম দিন যত মানুষ খেলা দেখতে এসেছিলেন, তার থেকে তিনগুণ বেশি খেলা দেখতে আসবেন এবার বক্সিং ডে টেস্টে। এই হিসেব দেখে আপ্লুত অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা জোয়েন মরিসনের দাবি, এই সিরিজ নিয়ে তাঁরা আশাবাদী ছিলেন। কিন্তু টিকিটের বিপুল চাহিদা প্রমাণ করে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভারতের আগ্রহ কতটা। বাকি চার টেস্টেও টিকিটের চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ক্রিকেটপ্রেমীরা মাঠে গিয়েই এই লড়াই উপভোগ করতে চান।
এবার অস্ট্রেলিয়ার মাটিতে হবে বর্ডার গাভাসকর ট্রফি। আর এই সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা দেখতে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন প্রচুর ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও। অস্ট্রেলিয়ার সমর্থকদেরও আগ্রহ অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই মাঠের পাশাপাশি গ্যালারিতেও দুই দলের প্রচুর সমর্থন পাবে দুই দলই।