যুব বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক ভারতের। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১৪ রানে জিতল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে আট উইকেটে ২৯৫ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৮১ রানে গুটিয়ে যায় কিউইরা। ভারতের হয়ে চার স্যাম পাণ্ডের। দুটি করে উইকেট রাজ লিম্বানি ও মুশির খানের।
এর আগে, যুব বিশ্বকাপে আরও একটি সেঞ্চুরি করেন সরফরাজ খানের ভাই মুশির খান। চলতি বিশ্বকাপে সর্বাধিক রান স্কোর করেছেন মুশির। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বিধ্বংসী ব্যাটিং করেন তিনি। ১০৯ বলে সেঞ্চুরি করেন। ১৩১ রান করে আউট হন মুশির।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে অন্যতম সফল ব্যাটার সারফরাজ খান। তবে, সাতটি হাফ সেঞ্চুরি করলেও কখনই সেঞ্চুরি করতে পারেননি তিনি। সেই কারণেই আক্ষেপ থেকে গিয়েছিল।