আমিরশাহীর মাঠে এশিয়া কাপের প্রস্তুতিটাও ভালই হল ভারতের। এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবোয়ের বিরুদ্ধে কার্যত হেলায় সিরিজ জিতল ভারত। প্রথম একাদশের একাধিক ক্রিকেটারকের বিশ্রাম দিয়ে হারারেতে দল পাঠিয়েছিল বিসিসিআই। এমনকী বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে। কেএল রাহুল- ভিভিএস লক্ষ্মণের কম্বিনেশনে খুব একটা খারাপ হল না টিম ইন্ডিয়ার পারফরম্যান্স। জিম্বাবোয়ের মাটিতে টেস্ট ম্যাচ জেতা হয়নি। কিন্তু এবার দ্বিতীয় ম্যাচেই ভারত একদিনের সিরিজ জিতে নিল। তাও ২৬ ওভারের মধ্যে।
এদিন টস জিতে প্রথমে ব্য়াট নয়, বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কেএল রাহুল। তাতে অবশ্য় বিরাট কোনও পরিবর্তন আসেনি। মাত্রা আটতিরিশ ওভারে ইতি জিম্বাবোয়ের ইনিংসে। স্কোরবোর্ডে রান সাকুল্য়ে ১৬১। আগের দিন স্পিনাররা গিলে খেয়েছিলেন জিম্বাবোয়েকে। এদিন শার্দুল ঠাকুর একাই তুলে নেন তিন উইকেট।
জবাবে ব্য়াট করতে নেমে খানিকটা নড়বড়ে ছিল ভারতের ইনিংস। খুব দ্রুতই রাহুল ও ধাওয়ানকে হারায় ভারত। কিন্তু তারুণ্যের কাঁধে ভর করে সিরিজ বৈতরণী পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। পঁচিশ ওভারের মধ্যে খেলা শেষ করে দেওয়ায় ছাপ রেখে গেলেন সঞ্জু স্য়ামসন, শুভমন গিলরা। ভারতের হয়ে সর্বোচ্চ রান সঞ্জুর।