সিরিজের প্রথম ম্যাচেই সহজ জয় ভারতের। বাংলাদেশকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। অর্ধ শতরান করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
রবিবার প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। বাংলাদেশের মাটিতে স্পিনিং ট্র্যাকের সুবিধা কাজে লাগান স্পিনাররা। ২০ ওভারে ১১৪ রান তোলে বাংলাদেশ। জবাবে হরমনপ্রীত কৌর ৩৫ বলে ৫৪ রান করেছেন। ৩৪ বলে ৩৮ রান করেন স্মৃতি মন্ধানা। দুজনে তৃতীয় উইকেটে ৭০ রানের পার্টনারশিপ গড়েন। ১৬.২ ওভারে রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ব্রুকের ইনিংসে নাটকীয় জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাসেজ জমিয়ে দিল ইংল্যান্ড
চার ওভারে ১৪ রান দেয় দীপ্তি শর্মা। অনুষা বারেড্ডি ২৪ রান দেন। ৩ ওভারে ২১ দিয়ে ১ উইকেট নেন।