মীরপুর টেস্টে রুদ্ধশ্বাস জয় টিম ইন্ডিয়ার। ৩ উইকেটে জিতে বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। শ্রেয়স ও অশ্বিনের জুটিতে উঠল ৭১ রানের ইনিংস। ৫ উইকেট তুলে নেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।
দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৫ রানের টার্গেট ছিল । কিন্তু তৃতীয় দিনের শেষে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। রবিবার সকালেও বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে ভাঙতে শুরু করে ভারতের ব্যাটিং লাইন আপ। অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকড় ও ঋষভ পন্থ ফিরতেই হারের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেখান থেকেই অনবদ্য লড়াই শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের। ২৯ রান করে অপরাজিত ছিলেন শ্রেয়স। ৪২ রানে অপরাজিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে দ্বিতীয় টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া।