ভারতীয় বোলারদের দাপটে প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে (Ind vs Eng First ODI) ১০ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ৬ উইকেট নিলেন জসপ্রিত বুমরা (Jasprit Bumrah)। ৩ উইকেট মহম্মদ শামির। ১১০ রান তাড়া করতে নেমে বিধ্বংসী ইনিংস আসে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট থেকেও। ৫৮ বলে ৭৬ রান করলেন তিনি।
মঙ্গলবার ওভালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক জস বাটলার। ৩২ বলে ৩০ রান করেন তিনি। ৬৮ রানে ৮ উইকেট হারিয়ে বিধ্বস্ত ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। সেখান থেকে ১০০ রানের গণ্ডি পেরোয় ইংল্যান্ড। কেরিয়ারের সেরা স্পেল করেন বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয় বোলার ইংল্যান্ডের মাটিতে ৬ উইকেট পাননি। মাত্র ১৯ রান খরচ করেন ও ৩ ওভার মেডেন দেন তিনি।
আরও পড়ুন: বিধ্বংসী বুমরার ৬ উইকেট, ওভালে ১১০ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড
এদিকে রান তাড়া করতে নেমে রোহিতের সঙ্গে দীর্ঘদিন পর মাঠে নামেন শিখর ধাওয়ান। শুরুটা ধীরে করলেও কোনও উইকেট না হারিয়ে খেলা শেষ করে ভারতের ওপেনিং জুটি। ৩১ রান করে অপরাজিত ছিলেন শিখর ধাওয়ান।