লখনউতে দ্বিতীয় T20 ম্যাচে জয়ে ফিরল টিম ইন্ডিয়া (Team India)। নিউজিল্যান্ডকে (New Zealand) ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। T20 ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক উইকেট যুজভেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)।
এদিন টসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সান্টনার। যুজভেন্দ্র চাহালের দারুণ ঝটকায় ছন্দে ফেরে ভারত। ফিন অ্যালেনকে বোল্ড করে ৯১তম উইকেট তুলে নেন চাহাল। গত ম্যাচে শেষ ওভারে ২৭ রান দিয়েছিলেন। এদিন ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিং। ৯৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
আরও পড়ুন: সিংহের দেশে 'বঙ্গ' গর্জন, সেরা তিতাস, রিচা-হৃষিতায় আপ্লুত ক্রিকেটমহল
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতেরও। রান আউট হয়ে ফেরেন ইশান কিষাণ। ১১ রানে ফেরেন আরেক ওপেনার শুভমান গিল। ১৩ রান করে আউট হন রাহুল ত্রিপাঠীও। রান আউট ওযাশিংটন সুন্দরও। ১০০ রান তাড়া করতে নেমে ২৬ রান করে অপরাজিত ছিলেন সূর্যকুমার যাদব। ১৫ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।