প্রথম ম্যাচে জয় আসেনি। দ্বিতীয় ম্যাচে পাক বধ করে বিশ্বকাপে জয়ে ফিরল ভারতের মহিলা ক্রিকেট দল। রবিবাসরীয় দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে নক আউটের লড়াইয়ে টিকে থাকলেন হরমনপ্রীতরা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। ভারতের ধারালো বোলিংয়ের সামনে তাড়াতাড়ি গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের পাঁচ বোলারই উইকেট নিয়েছেন। তবে ফিল্ডিং ভাল না থাকায় মোট ১০৫ রান আসে পাকিস্তানের ঝুলিতে।
এরপর রান তাড়া করতে নামে ভারত। শুরুতে বেশ খানিকটা চাপে পড়তে হয় ভারতীয় মহিলা দলকে। লক্ষ্য ছিল ১০৬ রান। কিন্তু পিচ মন্থর হওয়ায় কোনও ভাবেই সুবিধা করতে পারছিল না ভারতীয় মহিলা দল।
তবে, রান যত বাড়ছিল ক্রমেই আত্মবিশ্বাসও বাড়ছিল ব্যাটারদের। পাকিস্তান ভাল বল করলেও সেভাবে উইকেট নিতে পারেনি। শেষ পর্যন্ত সাত বল বাকি থাকতে ৬ উইকেট ম্যাচ জিতে যায় ভারত।