বিশ্বকাপে (World cup) বাংলার ঝুলনের (Jhulan Goswami) বিশ্বরেকর্ডের দিনেই স্মৃতি (Smriti Mandhana)-হরমনপ্রীতের (Harmanprit Kaur) জোড়া শতরান। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ১৫৫ রানে উড়িয়ে দিয়ে ফের ঘুরে দাঁড়াল মিতালী রাজের (Mithali Raj) ভারত। শনিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত। ১১৯ বলে ১২৩ রান করেন স্মৃতি মানধানা। হরমনপ্রীতের অবদান ১০৭ বলে ১০৯ রান। মূলত এই দুই ভারতীর ব্যাটে ক্যারিবিয়ান বোলিংকে কার্যত ক্লাবস্তরে নামিয়ে ৩১৭ রানের তোলে মিতালীর দল।
এই রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যেই বিশ্বকাপের মঞ্চে বাংলার ঝুলনের বিশ্বরেকর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড করলেন তিনি। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন ঝুলন। তাঁর ঝুলিতে রয়েছে ৪০ উইকেট।
আরও পড়ুন : 'চাকদা এক্সপ্রেস'-এর জন্য অনুশীলনের ভিডিয়ো শেয়ার করলেন অনুষ্কা শর্মা
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৬ তম ওভারে ঝুলনের বলে বড় শট খেলার চেষ্টা করেন আনিসা মহম্মদ। কিন্তু ব্যাটের উপরের দিকে লাগায় বেশি দূর বল যায়নি। মিড অনে দাঁড়িয়ে থাকা পরিবর্ত ফিল্ডার তানিয়া ভাটিয়া ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ উইকেট শিকারি হলেন ঝুলন। বিশ্বকাপে ৩১ ম্যাচে ৪০ উইকেট নিয়েছেন তিনি।
ফলে জবাবে ৪০.৩ ওভারে ক্যারিবিয়ানরা ১৬২ রানে শেষ হয়ে যায়। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারতের মহিলা দল।