জিম্বাবোয়েকে দাপটের সঙ্গে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে ভারত। রবিবার রাহুল-সূর্যকুমারের বিস্ফোরক জুটিতে ৭১ রানে জয় রোহিত ব্রিগেডের। ৩ উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন। সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল্যান্ড।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন রানে ফেরেন কে এল রাহুল। ৩৫ বলে ৫১ রান করেন তিনি। তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মারেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধেও রানে ফিরতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। ১৫ রানে ফেরেন তিনি। ২৫ বলে ২৬ রান করে ফেরেন বিরাট কোহলি। বিরাট আউট হওয়ার পর নামেন সূর্যকুমার যাদব। ২৫ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন সূর্যকুমার। ১৮ রান করেন হার্দিক পান্ডিয়া। ৫ উইকেটে ১৮৬ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবোয়ের ব্যাটিং লাইন আপ। প্রথম বলেই ফেরেন জিম্বাবোয়ের ওপেনার মাধেভেরে। দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট হারায় তাঁরা। মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবোয়ে। এরপর ২৪ বলে ৩৪ রান করেন সিকান্দার রাজা। ২২ বলে ৩৫ রান করে দ্রুত রান তোলার চেষ্টা করেন জিম্বাবোয়ের রায়ান বার্ল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ১৭.২ ওভারে মাত্র ১১৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে।