নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে প্রথম টেস্ট জিতেও লাভ হল না অস্ট্রেলিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তিনে অস্ট্রেলিয়া।
টিম ইন্ডিয়ার সংগ্রহ ৬৪.৫৮। গত আটটি টেস্টে পাঁচটি জয় পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের পয়েন্ট ৬০। গত পাঁচ টেস্টে ৩টি জিতেছেন সাউদিরা। তালিকায় তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। ১১টি টেস্টে সাতটি ম্যাচে জিতেছেন স্টিভ স্মিথরা। অস্ট্রেলিয়ার পরেই রয়েছে বাংলাদেশ। তাদের পয়েন্ট ৫০।
আরও পড়ুন: কলকাতা থেকে রেলপথে সিকিম, তিব্বত, ২০২৫-এর মধ্যেই হতে পারে স্বপ্নপূরণ