ভারতের মাটিতে বিশ্বকাপ। দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। ইতিমধ্যেই প্রাক্তনরা নিজেদের মতো করে সেরা ভারতীয় দল তৈরি করে ফেলেছেন। কিন্তু তাঁদের পথে না হেঁটে, একেবারে ভিন্ন পথে হাঁটলেন বীরেন্দ্র সেওয়াগ।
বীরু বাজি ধরলেন এই বিশ্বকাপে টপ স্কোরার কে হবেন তাঁকে নিয়ে। ভারতের প্রাক্তন ওপেনার এই ব্যাপারে এগিয়ে রাখছেন অধিনায়ক রোহিত শর্মাকে। চার বছর আগে ইংল্যান্ডের মাটিতে টপ স্কোরার ছিলেন রোহিত। বিরাটের অধিনায়কত্বে সেবার নটি ম্যাচ খেলে ৬৪৮ রান ছিল রোহিতের ব্যাটে। ছিল পাঁচটি শতরান। যা রেকর্ড।
আরও পড়ুন : চারেই আসুক বিরাট ! কে করলেন এই দাবি ?
বীরুর মতে, গত কয়েক বছরে রোহিত নিজেকে অনেক পরিণত করেছেন। ওজনও কমিয়ে ফেলেছেন। তাই তাঁর মনে হচ্ছে উপমহাদেশের পিচে রোহিতকে এবার রোখা যাবে না। কারণ, পাওয়ার প্লে-তে নিজের ব্যাটিংয়ের ফায়দা তুলবেন রোহিত।
সেওয়াগ জানিয়েছেন, রোহিতের উচিত নিজের পার্টনার হিসাবে শুভমন নন, ইশানকে নিয়ে মাঠে নামা। কারণ আইপিএলে তাঁরা একসঙ্গে ওপেন করেন। তাঁদের জুটিতে প্রচুর ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে। তাই ডান-বাম এই কম্বিনেশনে ভারতের ওপেন করা উচিত বলেও মতে সেওয়াগের।