বিশ্বকাপের পর প্রথম ম্যাচ। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন টিমে এসেছেন একাধিক নতুন মুখ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামলেন রিঙ্কু সিংও।
বিশাখাপত্তমনে রাতে শিশিরের ভূমিকা থাকবে। তাই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দলে যশস্বীর সঙ্গে ওপেন করবেন রুতুরাজ গাইকোয়াড়। তিনে সূর্যকুমার ও চারে ইশান কিষাণ। পাঁচে রয়েছেন তিলক ভার্মা ও ছয়ে রিঙ্কু সিং। সাতে অলরাউন্ডার অক্ষর প্যাটেল টিমে ফিরলেন। বোলার হিসেবে আছেন রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও প্রাসিদ কৃষ্ণা।
অস্ট্রেলিয়া টিমে অধিনায়ক ম্যাথিউ ওয়েড। স্টিভ স্মিথ ও ম্যাথিউ শর্ট আছেন। আছেন উইকেটকিপার জোস ইঙ্গলিশ, অ্যারন হার্জি, মার্কাস স্টয়নিস। টিম ডেভিড, সিন অ্যাবট, নাথান এলিস ও বেহেরনডর্ফ ও তনবীর সঙ্গ আছে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে।