অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার-৬ ম্যাচে ১৩২ রানে নেপালকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ভারত। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত। নেপালের বিরুদ্ধে এই ম্যাচে, ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৯৭ রান করে।
Kolkata Derby 2024: শনিবার যুবভারতীতে হাবাস বনাম কুয়াদ্রাত, ডার্বিতে বদলার লড়াই দুই প্রধানের
উদয় সাহারান (১১০) এবং সচিন দাসের (১১৬) সেঞ্চুরি ভারতের জয় একপ্রকার নিশ্চিত করে দেয়। চতুর্থ উইকেটে ২১৫ রানের জুটি গড়েন তাঁরা। রান তাড়া করতে নেমে নেপাল ৯ উইকেটে মাত্র ১৬৫ রান করতে পারে। বল হাতে নেপালের ৪টি উইকেট নেন ভারতের সৌম্য কুমার পান্ডে।