বিশ্বকাপের মঞ্চে ভারতীয় ক্রিকেটে আরও এক সচিন উদয়। তবে তিনি তেন্ডুলকর নন। মহারাষ্ট্রের বিডের এই ক্রিকেটার ধস। যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে তাঁর ব্যাটেই ফাইনালে উঠল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৬ রানে আউট হওয়ার আগে টিম ইন্ডিয়ার জয়ের ভিত মজবুত করেছিলেন। সেই ভিতেই ম্যাচ বার করল ভারত। এই নিয়ে সাতবার বিশ্বকাপের ফাইনালে উঠল যুবরা। তারমধ্যে পরপর পাঁচবার ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া।
বেনোনিতে দক্ষিণ আফ্রিকার ২৪৪ রান তাড়া করতে নেমে, একসময় ৩২ রানে চার উইকেট হারায় ভারত। এখান থেকেই শুরু হয় ভারতের জার্সিতে ১০ নম্বর গায়ে দেওয়া যুবা সচিনের যুদ্ধ। ৯৫ বলে ৯৬ রানের ইনিংস সাজানো ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে। উল্টোদিকে সঙ্গী অধিনায়ক উদয় সাহারন। পঞ্চম উইকেটে তাঁদের মধ্যে ১৭১ রানের পার্টনারশিপ হয়।
এদিন প্রথমে ব্যাট করে প্রথম সেমিফাইনালে সাত উইকেটে ২৪৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে তিনটি উইকেট রাজ লিম্বানির। দুটি উইকেট মুশির খানের। কলকাতার পর বেনোনি। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা।