নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় টিম ইন্ডিয়ার। এরপরই ওয়ানডে ব়্যাঙ্কিং (ODI Ranking) থেকে এক ধাপ নেমে গেল কিউয়িরা।
রায়পুরে ৮ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে জয়ের পরই ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেল ইংল্যান্ড। মঙ্গলবার ইন্দোরে জিতলে ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে যাওয়ার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার।
আরও পড়ুন: বর্ষসেরা T20 টিমে বিরাট, সূর্যকুমার, হার্দিক, মেয়েদের দলে স্মৃতি, দীপ্তি, বাংলার রিচা
হায়দরাবাদে প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া। রায়পুরে খুব সহজেই জয় পেয়েছে ভারত। পরপর দুটি ম্যাচ জিতে সিরিজও জিতে ফেলেছে টিম ইন্ডিয়া। বর্তমানে ১১৩ পয়েন্ট রয়েছে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, তিন টিমেরই। ইন্দোরে জিতলেই শীর্ষে ওঠার সুযোগ রোহিত ব্রিগেডের।