ক্রিকেট মানচিত্রে টেস্টকে বাঁচাতে বদ্ধপরিকর ভারত। তাই এবার নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিতার দল নির্বাচন বিতর্কে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আজ, বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। তার আগে, এই বিতর্কে রোহিতের উত্তর, টেস্ট ক্রিকেট নিয়ে কখনও হেলাফেলা করে না ভারত।
বিতর্ক কোথায় ? প্রায় সব সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে নিউজিল্যান্ডে টেস্ট দল পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তাতে রোহিতের প্রতিক্রিয়া, এমন বিষয় কখনও ভাবতে পারেন না তাঁরা। কারণ, টেস্ট ভারতের কাছে সবসময় ঐতিহ্যের। ক্রিকেটের সেরা ফরম্যাটে তাঁর দল সবসময় পূর্ণ শক্তিতেই মাঠে নামতে চায়।
কেপটাউনে দ্বিতীয় টেস্ট ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাঠ থেকে সিরিজে সমতায় ফিরতে চায় ভারত অধিনায়ক। তাই তিনি জানিয়েছেন, টেস্ট ক্রিকেট সবসময় তাঁর কাছে চ্যালেঞ্জের। আর এই চ্যালেঞ্জ সবসময় তাঁরা নিতে চান। আইসিসি-র যা সূচি তাতে এই বছর একাধিক টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতকে।