কানাডার বিরুদ্ধে ভেস্তে গিয়েছে ম্যাচ। অপরাজিত থেকেই সুপার এইটে খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন হতে পারে। সুপার এইটে ভারতের সঙ্গে গ্রুপে রয়েছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। যে কোনও একটি ম্যাচ হারলেই চাপে পড়তে হবে টিম ইন্ডিয়াকে।
২০ জুন কিংসস্টোন ওভালে খেলতে নামছে টিম ইন্ডিয়া। বার্বাডোসের পিচে কুলদীপ যাদব ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল, এই দুজনের মধ্যে একজনকে বসানো হতে পারে। দলে তাঁদের পরিবর্তে দলে আসবেন যশস্বী জয়সওয়াল। রোহিতের সঙ্গে ওপেন করবেন তিনি। তিনে থাকবেন ঋষভ পন্থ। চারে নামানো হতে পারে বিরাটকে।
সুপার এইটে মিডল অর্ডার সামলাতে হবে সূর্যকুমার, শিবম দুবে ও হার্দিক পান্ডিয়াকে। পেস আক্রমণে থাকবেন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা। জাদেজা প্রথম একাদশে থাকলে তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন কুলদীপ যাদব।