পার্থে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে শেষ হয়ে গেল টিম ইন্ডিয়া। দলের হয়ে সর্বাধিক রান করলেন বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। অপটাস স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জসপ্রীত বুমরা। সেই সিদ্ধান্ত কাজে লাগেনি ভারতের। প্রথম দিন চা-বিরতির আগেই শেষ ভারতের প্রথম ইনিংস।
প্রথম ২ ওভারেই প্রথম উইকেট হারায় ভারত। মিচেল স্টার্কের গতিতে শূন্য় রানে ফিরতে হয় যশস্বী জয়সওয়ালকে। তিন নম্বরে নেমেছিলেন আরও এক নতুন তারকা দেবদূত পাড্ডিকল। হ্যাজেলউডের ডেলিভারিতে ফেরেন তিনি। চারে ব্যাট করতে এসে প্রথম ইনিংসে বড় রান করতে ব্যর্থ বিরাট কোহলিও। ৫ রান করে হ্যাজেলউডের ডেলিভারিতে ফেরেন বিরাট।
পার্থের প্রথম টেস্টে প্রথম একাদশ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। দলে নেই কোনও অভিজ্ঞ স্পিনার। পেস আক্রমণে হর্ষিত রানা, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। বোলিং অলরাউন্ডার হিসেবে নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরকে রাখা হয়েছে। সেই নীতিশের ব্যাটেই এল বড় রান। বিরাট আউট হওয়ার পর ঋষভ পন্থের সঙ্গে ক্রিজে ছিলেন ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। ১১ রানে ফেরেন ধ্রুব ও ৪ রানে ফেরেন ওয়াশিংটন। পন্থের সঙ্গে ৪৮ রানের পার্টনারশিপ করেন নীতিশ রেড্ডি। কিন্তু ৩৭ রান করে প্যাট কামিন্সের ডেলিভারিতে ফেরেন ঋষভ পন্থ। দুরন্ত ক্যাচ ধরেন নীতিশকে ফেরান উসমান খোয়াজা। ৪৯.৪ ওভারেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও খুব ভাল পরিস্থিতিতে নেই। প্রথম দিনই জ্বলে উঠলেন অধিনায়ক জসপ্রীত বুমরা। ফেরালেন উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথকে ফেরান তিনি।