এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝে এক অভূতপূর্ণ মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেট। দোসরা সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দেশ। কিন্তু দেখা যাচ্ছে বিশ্বকাপের আগেই প্রাথমিক ভাবে তিনবার এবং যদি দু দেশ ফাইনালে ওঠে তাহলে একই টুর্নামেন্টে চারবার একে ওপরের বিরুদ্ধে খেলবে ভারত-পাকিস্তান।
কোনও পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আগে এমন ঘটনা কবে ঘটেছে। প্রাক্তনরা তো বটেই এমনকী পরিসংখ্যানবিদরাও এই ব্যাপারে হাঁতরে কোনও তথ্য পাচ্ছেন না বলেই দাবি। নেপালকে হারিয়ে বুধবার এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। কলম্বো পৌঁচ্ছে গিয়েছে ভারতীয় দল।
আরও পড়ুন : এশিয়া কাপের বোধনেই সেঞ্চুরি বাবরের, নেপালকে ২৩৮ রানে হারাল পাকিস্তান
এশিয়া কাপে এ যাবৎ ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তাতে ৯ বার ম্যাচ জিতে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ১৯৮৪ সালে এশিয়া কাপে প্রথমবার ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। সেই ম্যাচ ভারত জিতেছিল ৫৪ রানে। গত বছর বাংলাদেশের মাটিতে একবার জিতেছে ভারত, আরেকবার পাকিস্তান। মূলত পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মারা।