শনিবার আহমেদাবাদে চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খেলা। বর্ডার-গাভাসকর ট্রফির এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথম ইনিংসে ৪৮০ রান তুলেছে অস্ট্রেলিয়া। এদিন উইকেট না হারিয়ে মোমেন্টাম তৈরি করার চেষ্টা করবেন রোহিত শর্মা ও শুভমান গিল।
গত তিন টেস্টেই ভারতের ওপেনি জুটি খুব তাড়াতাড়ি ফিরে যায়। আহমেদাবাদে সেটা চান না অধিনায়ক রোহিত নিজেও। দ্বিতীয় দিন শুভমান গিলের সঙ্গে ক্রিজে অপরাজিত তিনি। তৃতীয় দিন বড় রান তোলাই লক্ষ্য ভারতের। সঙ্গে মাথায় থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও। আহমেদাবাদে বিরাট কোহলির ব্যাটিংয়ের দিকেও বাড়তি নজর থাকবে। এই টেস্টে বিরাটের সেঞ্চুরির প্রহর গুনছেন অনুরাগীরাও।
চতুর্থ টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। দ্বিতীয় দিন ১৮০ রানে আউট হয়ে ফেরেন তিনি। অভিষেক সেঞ্চুরি করেন ক্যামেরুন গ্রিন। ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনের শেষে ৪৪৪ রানে পিছিয়ে ভারত।