নাগপুর, দিল্লি ও ইন্দোর। তিন পিচের থেকে আহমেদাবাদের পিচ সম্পূর্ণ আলাদা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। শুক্রবার দ্বিতীয় দিনের ম্যাচে উইকেটের খোঁজে ভারত।
প্রথম দিন মহম্মদ শামি ছাড়া আর কেউ তেমনভাবে সাফল্য পাননি। ১৭ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। উমেশ যাদব টিমে ফিরলেও উইকেট তুলতে পারেননি। একটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুই স্পিনারের তেজ সেভাবে দেখা যায়নি। দ্বিতীয় দিন স্পিনাররা কতটা জ্বলে ওঠেন, তার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
প্রথম দিনই সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্য়ান উসমান খোয়াজা। সেট ব্যাটসম্যান খোয়াজাকে ফেরালেই উইকেট পেতে পারে ভারত। দ্বিতীয় দিনের শুরুতে সেটাই হবে ভারতের লক্ষ্য।