৮১ রানে তিন উইকেট। চেন্নাইয়ে দ্বিতীয় দিন এই রানেই শেষ করেছে ভারত। ৩০৮ রানে লিড করছে টিম ইন্ডিয়া। শনিবার টেস্টের তৃতীয় দিন। ১২০-১৫০ রান তুললেই টেস্ট জয় সম্ভব। দ্বিতীয় দিন খেলা শেষের পর জানিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা।
বাংলাদেশের বিরুদ্ধে আগুনে ফর্মে আছেন জসপ্রীত বুমরা। ৫০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। সেই সঙ্গে দশম ভারতীয় হিসেবে ৪০০ উইকেটের ক্লাবে ঢুকে নজির গড়লেন তিনি। পেসারদের মধ্যে ছয় নম্বরে আছেন তিনি। এদিকে চেন্নাই টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকতে চাইছেন রবীন্দ্র জাদেজাও। তিনি জানিয়েছেন, "সেঞ্চুরির আগেই আউট হয়ে গেলাম। দ্বিতীয় ইনিংসে আরও ভাল খেলতে হবে। বোলিং নিয়ে সন্তুষ্ট। এই মাঠে ৩০০ উইকেট পেলে ভাল লাগবে।" প্রথম ইনিংসে ৮ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। বর্তমানে টেস্ট ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ২৯৪।
শুক্রবার দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ১০ রান করে ফিরেছেন যশস্বী জয়সওয়াল। ৫ রান করে আউট হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটে বড় রান আসেনি বিরাট কোহলির। ১৭ রান কে হাসান মিরাজের ডেলিভারিতে ফেরেন তিনি। ক্রিজে আছেন শুভমান গিল ও ঋষভ পন্থ। বিরাটের আউট নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রিপ্লেতে দেখা গিয়েছে, লেগ বিফোর উইকেট হওয়ার আগে মিরাজের ডেলিভারি তাঁর ব্যাটে লেগেছিল। তা সত্ত্বেও কেন রিভিউ নেননি বিরাট কোহলি। প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, দলের তিনটি রিভিউ বাঁচিয়ে রাখতেই হয়তো রিভিউ নেননি বিরাট।
রিভিউ নেওয়ার ১৫ সেকেন্ড পেরিয়ে যাওয়ার পর দেখা যায়, স্নিকোমিটারে বিরাটের ব্যাটে বল লেগেছিল। এই দৃশ্য দেখার পর অবাক হন অধিনায়ক রোহিত শর্মাও। হতাশ দেখায় তাঁর শরীরী ভাষা। নন স্ট্রাইকিং এন্ডে থাকা শুভমানও কার্যত হতবাক হয়ে যান। কিন্তু ততক্ষণে সাজঘরে চলে গিয়েছেন বিরাট। তৃতীয় দিন শুরুতে বাংলাদেশের বোলারদের কতটা সামালাতে পারবেন শুভমান ও পন্থ! দ্বিতীয় ইনিংসে ২০০ রান তুলতে কটা সেশন নেবে টিম ইন্ডিয়া, তার দিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।