প্রথম ওয়ানডে ম্যাচে টাই। আর দ্বিতীয় ওয়ানডেতে মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং। ২৪০ রান তাড়া করতে নেমে হিমসিম খেলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। পরপর উইকেট হারিয়ে সোজা ম্যাচ কঠিন করে ফেললেন। একাই ৬ উইকেট নিলেন শ্রীলঙ্কার বোলার জেফরে ভ্যান্ডারসে। ৩ উইকেট চারিথ আসালাঙ্কার। ৩২ রানে হার রোহিত ব্রিগেডের।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম বলেই উইকেট তুলে নেন বিধ্বংসী মহম্মদ সিরাজ। ফেরেন ওপেনার পাথুম নিসাঙ্কা। কিন্তু অভিষ্কা ফার্নান্ডো ও কুশল মেন্ডিস ৭৪ রানের পার্টনারশিপ করেন। এই সময় জ্বলে ওঠেন ওয়াশিংটন সন্দর। ফেরান এই জুটিকে। আর অক্ষর প্যাটেলের ডেলিভারিতে ফেরেন সাদিরা সামারাবিকরামা। অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে ২৫ রাানে ফেরান ওয়াশিংটন। ১২ রানে ফিরলেন জানিথ লিয়ানাগে। কিন্তু শেষ দিকে বড় পার্টনারশিপ গড়ে দলের রানকে ২০০ রানের গণ্ডি পার করান দুনিথ ওয়ালালাগে ও কামিন্দু মেন্ডিস। দুজনে ৩৯ ও ৪০ রান করেন। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে শ্রীলঙ্কা।
ভারতের হয়ে ৩টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২টি উইকেট নেন কুলদীপ যাদব। এই উইকেটে রান তাড়া করা সহজ হবে না, তা গত ম্যাচেই বোঝা গিয়েছিল। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪৪ বলে ৬৪ রান করেন তিনি। ৪৪ বলে ৩৫ রান করেন শুভমান গিল। ভারতের ব্যাটিংকে একাই ধসিয়ে দেন জেফরে ভ্যান্ডারসে। একাই ভারতের টপ অর্ডার শেষ করে দেন তিনি। ফেরান রোহিত, গিল, বিরাট, শিবম দুবে, শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলকে। মাঝখানে বড় পার্টনারশিপের চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল। ৪৪ রান করেন।কিন্তু আসালাঙ্কার ডেলিভারিতে তিনি ফিরতেই ফের ধস নামে।